GK Current Affairs 2021 in Bengali

GK Current Affairs 2021 in Bengali Questions and Answer

What is the Purpose of GK?  
The main purpose of this article is aware everyone about General Knowledge based on Indian and World GK. Here, we provided the basic GK about the India and world which will help you to all upcoming government exams like, UPSC, SSC, Bank Exams, IBPS, SBI, RBI, FCI, LIC, CBI, Delhi Metro, Railway and State SSC & PSC Exams. General Knowledge (GK) is important for every citizen for India and world. If you read GK it will enhance skill and general knowledge.

gk current affairs 2021 bengali


GK

🔹 অধ্যাপক জোহরের মতে লোকসভার অধ্যক্ষকে কত প্রকার কাজ করতে হয়?
Ans - চার প্রকার

🔹 ভারতীয় সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে?
Ans - রাষ্ট্রপতি

🔹 কিচেন কেবিনেট কী?
Ans - কেবিনেটের ভিতরে আরো ক্ষুদ্র একটি  সংস্থা

🔹 ছাঁটাই প্রস্তাব কয় ধরনের?
Ans - তিন ধরনের

🔹 মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?
Ans - গোপালকৃষ্ণ গোখলে

🔹 ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোন রাজ্যে অবস্থিত?
Ans - জম্মু ও কাশ্মীর

🔹 দক্ষিণ পূর্ব রেল কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
Ans - ১৯৫৫ সালে

🔹 ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি হয়?
Ans - পাঞ্জাব

🔹 কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবথেকে বেশি?
Ans - ঝাড়খণ্ড

🔹 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans - স্যাডেল শৃঙ্গ

🔹 কোন নদীর ওপর সর্দার সরোবর নির্মিত?
Ans - নর্মদা

🔹 বীরবল কার ছদ্মনাম ছিল?
Ans - প্রমথ চৌধুরী

🔹 বুদ্ধ চরিতের লেখক কে ছিলেন?
Ans - অশ্বঘোষ

🔹 ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়?
Ans - পথের পাঁচালী

🔹 বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন?
Ans - রাজা রামমোহন রায়

🔹 কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয়?
Ans - মণিপুর

🔹 কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী?
Ans - ফেনল 

🔹 লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের মধ্যে কী থাকে? 
Ans - বিউটেন ও প্রোপেন 

🔹 'Economy' এর জনক কাকে বলা হয়? 
Ans - অ্যাডাম স্মিথ 

🔹 বীরবল কার ছদ্মনাম ছিল? 
Ans - প্রমথ চৌধুরী


What is the Purpose of Current Affairs?
The knowledge of current affairs helps in raising awareness level and develops an opinion or a perspective on worldly affairs. Such knowledge comes handy while taking decisions in all spheres. For general people current affairs could be a means to satisfy their thirst for knowledge and to keep oneself updated.
gk in bengali

Current affairs

🔹 সম্প্রতি ৯-১০-২০২০ তারিখে ক্ষেপণাস্ত্র রুদ্রম-১ সফল পরীক্ষা চালাল। ভারতের কোন রাজ্য থেকে পরীক্ষা চালানো হয়?
Ans - ওড়িশা

🔹 ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার কোন সংস্থাকে দেওয়া হয়?
Ans - WFP

🔹 ফোর্বস ইন্ডিয়া প্রকাশিত ২০০০ সালে দেশের ১০০ ধনীর তালিকায় শীর্ষে কে আছেন?
Ans - মুকেশ আম্বানি

🔹 সম্প্রতি কোভিড-১৯ মহামারীর সাথে লড়াই করতে ভারত সরকার অ্যান্টিগুয়া ও বাবুর্ডাকে কত টাকা প্রদান করেছিল?
Ans -  মিলিয়ন মার্কিন ডলার

🔹 ফরাসী ওপেন ২০২০ পুরুষ সিঙ্গেলস্ খেতাব কে পেলেন?
Ans - রাফায়েল নাদাল

🔹 ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন লুইস গ্লুক। তিনি কোন দেশের অধিবাসী?
Ans - আমেরিকা

🔹 ৮ অক্টোবর ২০২০ প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
Ans - খাদ্য ও গণবন্টন উপভোক্তা বিষয়ক

🔹 হারভার্ড বিজনেস স্কুলের ডিন পদে জানুয়ারি ২০২১ থেকে কোন ভারতীয় বংশোদ্ভূত অধিষ্ঠিত হয়েছেন?
Ans - শ্রীকান্ত দাতার

🔹 ফরাসী ওপেন ২০২০ মহিলা সিঙ্গেলস্ এ কে চ্যাম্পিয়ন হয়েছিল?
Ans - ইগা সুইয়াটেক

🔹 কোন মহিলা ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমস্ত ফরম্যাটে সব থেকে বেশি রান করার রেকর্ড করলেন? 
Ans - মিতালি রাজ 

🔹 সর্বিয়াতে অনুষ্ঠিত সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট কে জিতল? 
Ans - নিহাল সারিন 

🔹 দুই দশক পর আমেরিকান সেনা ও ন্যাটো আফগানিস্থানের কোন বিমান ঘাঁটি ছেড়ে দিল? 
Ans - বাগরাম বিমানঘাঁটি 

🔹 কোন রাজ্য সরকার পুলিশদের জন্য এক মাস কম্পালসারি লিভ চালু করল? 
Ans - আসাম সরকার 

🔹 গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত? 
Ans - ১০ তম 

🔹 ত্রিপুরার লোকাযুক্ত কে নিযুক্ত হলেন? 
Ans - কে. এন. ভট্টাচার্য্য 

🔹 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রীক্স ২০২১ ফর্মুলা ওয়ান রেস কে জিতলেন? 
Ans - ম্যাক্স ভেরস্টপ্পন 

🔹 ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০০০ উইকেট নেওয়ার রেকর্ড কে করলেন?
Ans - জেমস অ্যান্ডারসন 

🔹 টোকিও অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা কে বহন করবেন? 
Ans - মেরী কম এবং মনপ্রিত সিং 

🔹 গল্‌ফ ট্রেনিং অ্যাকাডেমি কোথায় গড়ে তোলা হলো? 
Ans - শ্রীনগর 

🔹 ৫২ তম ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হবে? 
Ans - গোয়া 

current affairs in bengali


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন