Hon'ble Chief Minister started 'Student Credit Card'
Dream Come True, Come Forward Education
Job Alert Digital introduced "Student Credit Card" Application Applying Details in English & Bengali Language.
English Article
🔅 Who can apply for this Student Credit Card?
🔅 How to apply online for a Student Credit Card?
🔅 What are the documents required to apply for this Student Credit Card?
'Student Credit Card' has been introduced for higher education of students. We all know that on June 30, Hon'ble Chief Minister Mamata Banerjee officially launched this credit card in West Bengal.
🔅 Who can apply for a student credit card?
Secondary to Post Graduate and PhD candidates can apply for this card if they are under 40 years of age. If you have this card, you can take a loan of up to a maximum of Rs.10 lakh from any financial institution for higher education. After getting the job, you will be able to repay this loan step by step. This loan can be taken for a maximum of 15 years. You have to pay 4% annual interest.
Schools, madrasas, colleges, universities, professional education such as - ITI, diploma, engineering, medicine, law, any competitive examination (IAS, IPS, WBCS), Bank, Rail, SSC, etc.) will get a loan for preparation training. You will also get loans for books, computers, laptops, tablets, hostels and paying guest expenses, educational trips, projects, thesis, etc. There will be no guarantor for taking loan, the state government will be the guarantor.
Cannot apply for a loan for a competitive exam at this time. Because the name of the competing organization was not uploaded on the website.
To get this card, first you have to register on this website -
(1) https://wbscc.wb.gov.in (2) https://banglaruchchashiksha.wb.gov.in
The government team will then issue the card after verifying the required credentials. Then you can get a loan from various financial institutions including banks by showing that card.
🔅 How to apply for a student credit card?
First you have to go to the above website. The application will be in 4 steps -
1) Applicant Registration, 2) Application Form Fill-up, 3) Upload Supporting Documents, 4) Application Submission
1) Applicant Registration - First go to the above website and click on Students Registration. Then you will find the Student Registration Form on the screen. Then select the name, date of birth, gender, Aadhaar card number (even if you are not tired of Aadhaar), select which course you are studying. Then select the state in which you are studying. Then select your educational institution in which district of that state. Then select which course you are studying. Then select the name of the institution (if you select the correct state, district you will see the name of the institution you are studying in). Then you have to give your mobile number, e-mail id. Then you need to create a password. Then click on Register and the name will be registered. Then you will get a unique ID through SMS on mobile or you will see an ID on screen. This unique ID will be treated as a user ID.
2) Application Form Fill-up - Now go to that website and click on Login to go to your account with user ID, password and captcha. Then go to Application Form Fill-up and fill in Personal Details. Father's name, date of birth, caste, PAN number, Aadhaar number, mother's name, must be given. Then give the current address and permanent address. You have to specify how much money you want to borrow. You have to mention the course fee where you are studying. Then you have to give your bank account number, IFSC code, name of the bank, name of the branch. Then you have to give the bank details of Guardian / Co-Borrower. Then Save & Continue.
🔅 What documents are required to apply for this Student Credit Card?
3) Upload Supporting Documents - Need to upload the required documents. For this, first all the necessary documents have to be scanned. The list of required documents is given below -
🔹 Recent color photo in passport size of candidates (in 20 to 50 KB in jpeg / jpg format).
🔹 Recent color photo in passport size of Co-Applicant / Co-Borrower / Guardian (in jpeg / jpg format between 20 to 50 KB).
🔹 Candidate's own signature (sign on white paper and scan between 10 to 50 KB in jpeg / jpg format).
🔹 Signature of Co-Applicant / Co-Borrower / Guardian (sign on white paper and scan between 10 to 50 KB in jpeg / jpg format).
🔹 Candidate's own Aadhaar card (if available) (50 to 400 KB in pdf format).
🔹 Registration certificate of secondary if the candidate does not have an Aadhaar card (in pdf format between 50 to 400 KB).
🔹 Address Proof of Guardian (in 50 to 400 KB in pdf format).
🔹 Receipt copy of the course for which you have been admitted (in 50 to 400 KB in pdf format).
🔹 Candidate own PAN card / Pan card applied Receipt Copy (in 50 to 400 KB in pdf format).
🔹 Guardian's PAN card / Pan card applied Receipt Copy (in 50 to 400 KB in pdf format).
🔹 Course Fee / Tuition Fee / Brochure in the course you have been admitted (in 50 to 400 KB in pdf format).
Upload these documents one after the other. Then Save & Continue. Then you can download the application form. Then when you submit, a box with your picture will appear on the screen. It includes 1) Applicant Registration Done, 2) Application Form Fill-up Done, 3) Upload Supporting Documents Done, 4) Application Submission Done. Application Submitted to HOI will come. Then you can know whether the form has been submitted by clicking on Track Application.
For any query or assistance candidates can contact the below Helpdesk Number or Email ID. Help Desk Number – 1800-102-8014, Help Desk Email - contactwbscc@gmail.com, support-wbscc@bangla.gov.in
Bengali Article
জেনে নিন কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন? আরও জানুন কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করবেন? এবং কি কি নথিপত্র লাগবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে গেলে?
ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য চালু হল ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’। আমরা
সকলে জানি ৩০ জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এই ক্রেডিট কার্ডের
সূচনা করলেন।
🔅 স্টুডেন্ট ক্রেডিট
কার্ড কারা আবেদন করতে পারবেন?
মাধ্যমিক থেকে পোষ্ট গ্র্যাজুয়েট ও পিএইচ.ডি প্রার্থীরা ৪০ বছরের মধ্যে বয়স
থাকলে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই কার্ড থাকলে উচ্চশিক্ষার জন্য যে কোনো
আর্থিক প্রতিষ্ঠান থেকে সর্বাধিক ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার
পর এই ঋণ ধাপে ধাপে শোধ করতে পারবেন। এই ঋণ সর্বাধিক ১৫ বছরের জন্য নিতে পারবেন। বার্ষিক
সুদ ৪% দিতে হবে।
স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, পেশাদারি শিক্ষা যেমন – আই.টি.আই, ডিপ্লোমা,
ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আইন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (আই.এ.এস, আই.পি.এস,
ডব্লু.বি.সি.এস, ব্যাঙ্ক, রেল, এস.এস.সি, -সহ) প্রস্তুতির ট্রেনিংয়ের জন্য ঋণ পাবেন।
বই, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কেনার জন্য, হোস্টেল ও পেয়িং গেস্টের খরচ, শিক্ষামূলক
ভ্রমন, প্রোজেক্ট, থিসিস ইত্যাদি সংক্রান্ত খরচের জন্যও ঋণ পাবেন। ঋণ নেওয়ার জন্য কোনো
গ্যারান্টার লাগবে না, রাজ্য সরকারই গ্যারান্টার থাকবে।
এই মূহুর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ঋণের দরখাস্ত করতে পারবেন না। কারণ
ওয়েবসাইটে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের নাম আপলোড হয়নি।
এই কার্ড পেতে হলে প্রথমে নাম নথিভুক্ত
করতে হবে এই ওয়েবসাইটে –
(১) https://wbscc.wb.gov.in (২) https://banglaruchchashiksha.wb.gov.in
এরপর সরকারের টিম প্রয়োজনীয় প্রমানপত্র
যাচাই করে কার্ড দেবে। তারপর ওই কার্ড দেখিয়ে ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান
থেকে ঋণ পেতে পারবেন।
🔅 কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করবেন?
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে যেতে হবে।
দরখাস্তটি ৪ টি স্টেপে হবে –
১) Applicant Registration, ২) Application Form
Fill-up, ৩) Upload Supporting Documents, ৪) Application Submission
১) Applicant Registration – প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে Students
Registration -এ ক্লিক করতে
হবে। তখন Student
Registration Form স্ক্রিনে
পাবেন। তখন নাম, জন্ম-তারিখ, লিঙ্গ, আধার কার্ড নম্বর (আধার না থকলেও অসুবিধা নেই),
কোন কোর্স পড়ছেন সেটি সিলেক্ট করুন। তারপর যে রাজ্যে পড়াশোনা করছেন, সেই রাজ্য সিলেক্ট
করুন। তারপর সেই রাজ্যের কোন জেলায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান সেটি সিলেক্ট করুন। এরপর
কোন কোর্স পড়ছেন সেটি সিলেক্ট করুন। তারপর প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করুন (রাজ্য, জেলা
সঠিক নির্বাচন করলে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেই প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন)।
তারপর মোবাইল নম্বর, ই-মেল আই.ডি দিতে হবে। এরপর একটি পাশওয়ার্ড তৈরি করতে হবে। তারপর
Register -এ ক্লিক করলে নাম নথিভুক্ত হয়ে যাবে।
তখন মোবাইলে SMS এর মাধ্যমে ইউনিক আই.ডি পাবেন কিংবা
স্ক্রিনে আই.ডি দেখতে পাবেন। এই ইউনিক আই.ডি ইউজার আই.ডি হিসাবে গন্য হবে।
২) Application
Form Fill-up – এবার ওই ওয়েবসাইটে গিয়ে Login -এ ক্লিক করে উইজার
আই.ডি, পাশওয়ার্ড আর ক্যাপচা দিয়ে নিজের অ্যাকাউন্টে যাবেন। তারপর Application Form Fill-up -এ গিয়ে Personal Details পূরণ করতে হবে। বাবার নাম, জন্ম-তারিখ, কাস্ট, প্যান নম্বর,
আধার নম্বর, মায়ের নাম, দিতে হবে। তারপর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে।
কত টাকা ঋণ নিতে চান তা উল্লেখ করতে হবে। যেখানে পড়ছেন তার কোর্স ফী কত সেটা উল্লেক্ষ
করতে হবে। এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আই.এফ.এস.সি কোড, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের
নাম দিতে হবে। তারপর Guardian /
Co-Borrower -এর ব্যাঙ্ক details দিতে হবে। তারপর
Save & Continue করতে হবে।
🔅 কি কি নথিপত্র লাগবে
এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে গেলে?
৩) Upload Supporting Documents
– প্রয়োজনীয় প্রমানপত্র আপলোড করতে হবে। এজন্য প্রথমে
সমস্ত প্রয়োজনীয় প্রমানপত্র গুলি স্ক্যান করে নিতে হবে। প্রয়োজনীয় প্রমানপত্রের লিস্ট
টি নিচে দেওয়া হল –
🔹 প্রার্থীর রঙিন ফটো (২০ থেকে ৫০ KB মধ্যে jpeg/jpg ফর্মাটে)।
🔹 Co-Applicant/Co-Borrower/Guardian -এর রঙিন ফটো (২০ থেকে ৫০ KB মধ্যে jpeg/jpg ফর্মাটে)।
🔹 প্রার্থীর নিজের সই (সাদা কাগজে সই করে ১০ থেকে ৫০ KB মধ্যে স্ক্যান করবেন
jpeg/jpg ফর্মাটে)।
🔹 Co-Applicant/Co-Borrower/Guardian -এর সই (সাদা কাগজে সই করে ১০ থেকে ৫০ KB মধ্যে স্ক্যান করবেন
jpeg/jpg ফর্মাটে)।
🔹 প্রার্থীর নিজের আধার কার্ড (যদি থাকে) (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 প্রার্থীর আধার কার্ড না থাকলে মাধ্যমিক এর রেজিস্ট্রেশন
সার্টিফিকেট (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 Guardian -এর Address Proof (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 যে কোর্সে ভর্তি হয়েছেন, তাঁর রিসিপ্ট কপি (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 প্রার্থীর নিজের প্যান কার্ড/ প্যান কার্ড এর জন্য অ্যাপ্লাই
করেছেন কিন্তু এখনো প্যান কার্ড পাননি তার রিসিপ্ট (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 Guardian -এর প্যান কার্ড/ প্যান কার্ড এর জন্য অ্যাপ্লাই
করেছেন কিন্তু এখনো প্যান কার্ড পাননি তার রিসিপ্ট (৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
🔹 যে কোর্সে ভর্তি হয়েছেন, সেখানকার কোর্স ফী/টিউশন ফী/ব্রোশিওর
(৫০ থেকে ৪০০ KB মধ্যে pdf ফর্মাটে)।
এই প্রমানপত্র গুলি পরপর আপলোড করবেন। তারপর Save & Continue করতে হবে। তারপর Application form ডাউনলোড করে নিতে পারেন। এরপর Submit করলে স্ক্রিনে নিজের ছবি সহ একটি বক্স আসবে। তাতে ১) Applicant Registration Done, ২) Application Form Fill-up Done, ৩) Upload Supporting Documents Done, ৪) Application Submission Done. Application Submitted to HOI আসবে। এরপর Track Application এ ক্লিক করেও জানতে পারবেন ফর্ম সাবমিশন হয়েছে কিনা।