Small Manufacturing Business Ideas Plan 2021 in West Bengal Villages

Our purpose in writing this report is to help those who are thinking of doing business but are lagging behind just thinking that they do not know how to do it. We tried to highlight everything. If something is wrong with us, please let us know in the comments. We will report more in the coming days - focusing on small business plan in the west bengal village areas.
We are not advertising this company in any way, but for the convenience of those of you who want to do this business. Many of you want to do business but you don't know how to do it, where to get raw material, where to get machines, and finally get frustrated and go back. So I have given some addresses so that you do not get mentally retarded, but I request you to proceed only after you verify yourself.
Small Manufacturing Business Ideas Plan 2021 in West Bengal Villages
**This Article writing in two Language English and Bengali, we are start with English language and Bengali language place on bottom section of this page.
        

English Language

Mosquito repellent incense Sticks and oil, Small Scale Manufacturing and Sales Business Ideas, West Bengal, Kolkata, 2021



Mosquitoes at night, flies during the day. This nuisance is eternal. However, mosquitoes reproduce in rainwater and become carriers of deadly diseases such as dengue and malaria. There is no alternative to herbal mosquito repellent to keep mosquitoes away at this time. Demand for this product has grown significantly because it does not affect our health. So it has become a very profitable small business ideas plan 2021 in West Bengal Villages now. Mosquito repellent can be traded by making incense or oil with little capital. But you have to have training.
During monsoons, the number of mosquitoes increases due to the accumulation of water in different places and every year at this time people get infected with mosquito-borne diseases like malaria, chikungunya, dengue etc. But this year, there is no doubt that the situation will get worse if all these diseases are rampant along with Corona. So stay away from mosquitoes.

herbal mosquito repellent business small scale

We usually use mosquito repellent oil, incense sticks, coils, repellents, sprays, lotions or creams to protect against mosquitoes. Nowadays, there is an emphasis on the use of herbal or herbal ingredients rather than chemical ingredients in the manufacture of these things for the sake of health.
The other five fragrant incense sticks seem to be no different from the mosquito repellent incense sticks. Herbal citronella oil can be used to repel mosquitoes and relieve body fatigue.
Most importantly, they are not as harmful to the body as chemical coils or repellents or sprays. As a result, good demand is gradually being created.

Small Business ideas 2021 in West Bengal Village

The business of making herbal mosquito repellent can be started with only 25,000 to 30,000 rupees. It can show the way to earn while sitting at home. But if you want to produce and market yourself, then you have to take training. If you do not want to produce it yourself, you can take a dealership of herbal mosquito repellent incense, citronella oil or lotion made by another company.
Those who want to produce mosquito repellent incense sticks need to take training. So for their convenience we are highlighting the details of a training center. If you want, you can also take training at the nearest training center you know.

Name of The Training Center - Pragati Research Institute

Pragati Research Institute, an organization recognized by the Central Government, imparts training in making incense, repellents, sprays, oils, etc. There are two separate courses namely -
Mosquito repellent incense making course - This course provides training in making herbal and synthetic mosquito repellent incense sticks as well as general perfume incense sticks. Duration 7 to 10 days. Training fee - Rs.5,000.
Mosquito Item Course - This course teaches how to make mosquito repellent sprays, oils, coils, etc. The course duration is 15 days. Training fee - Rs.7,900.
Admission to these two courses in progress can be applied at any time of the year. Apart from Fridays, students can take training any two days of the week as per their convenience. All the materials are provided by the organization while teaching handicraft work. Students are given ideas on how to do business, where to procure materials, how to get a license, and how to do marketing. When you finish your training, a certificate will be given by the institute. Alumni here are given free advice and problems are solved if they have any problem while doing business.
Contact - Pragati, North Ghoshpara Gasgit Road, Bali, Howrah.
Phone - (033) 261-0292 (11am to 5pm).
Mobile - 9432 490 329
(Note: The Authorities of this website will not be held responsible if you admit fraud in any way. please verify yourself)

Mosquito Incense Making Machine 

Tapas Basu, head of the India Machine Tools Industry, said that incense sticks can be produced with ordinary perfume making machines. You don't need huge capital to do business, you don't need big space, or even manpower. Only one can create.
Manual machine costs 12,000 rupees. The hourly production on this machine depends on the skill and agility of the person who is making it. And the cost of a fully automatic incense machine is Rs 60,000. This machine can make 40 kg of incense sticks in 6 hours. There is no separate cost for machine installation and training.
Contact - India Machine Tools Industry, 61, Ganesh Chandra Avenue, Kolkata - 700013,
Phone - (033) 223-68015, Mobile - 9432 422 086
(Note: The Authorities of this website will not be held responsible if you admit fraud in any way. please verify yourself)

Oliflora botanica Herbal Repellent Lotion (Manufacturing Organization)

Oliflora botanica is made from mosquito repellent lotion and cream. Sanchita Bandyopadhyay Das, the head of the company, first started the business of making and marketing spices in 2015 through JBL Spices. From 2016, along with spices, cosmetics and mosquito repellent lotions were made under the brand name "Oliflora Botanica". All the cosmetics of the company are made of natural materials. Herbal Oil, Essential Oil is used. No chemicals or preservatives are added and the whole is hand-made by the company's staff. Each of these workers is physically handicapped. Sanchita said that she started this organization mainly with the aim of making women with disabilities confident and self-reliant. Anyone can do business with the dealership of herbal repellent lotion at Oliflora Botanica. Sanchita added that Meyara, who is particularly physically challenged and a victim of domestic violence, can join her organization if she thinks of being supportive. If necessary, the company's cosmetics, repellent lotions will be delivered to their homes so that they can earn money by selling them.
Contact - 9163 777 253
(Note: The Authorities of this website will not be held responsible if you admit fraud in any way. please verify yourself)

We will know from the two manufacturers of mosquito repellent incense how much demand this business has?

Tanay Sarkar (Mosquito Incense Sticks Manufacturer, Calcutta)
Monasteries and missions are the main buyers. I have been doing this business for three and a half years. Before that I took training from Pragati. Herbal mosquito repellent incense sticks are mainly made for the Ramakrishna Math and Mission in Bagbazar. Apart from West Bengal, this incense stick goes to various places like Delhi, Mumbai, Lucknow, Cherrapunji, Andaman etc. In addition to the mission, some shopkeepers buy incense sticks made by me. In addition to aromatic incense, the demand for mosquito repellent incense has increased.

Shuvrangshu Mondal (Mosquito Incense Sticks Manufacturer, Haldia)
When the rainy season is over, the general incense business handles. I have been making incense sticks and mosquito repellent incense sticks for five and a half years. I have a partner in this business. Our company's products are sold all over West Midnapore, including Haldia. Mosquito repellent incense sticks are in high demand in the market. Especially in the rainy season. When the incidence of mosquitoes decreases, the sale of incense decreases a little, but it is also convenient to deal with the general incense business. I started this business with training.

Bengali Language

আমাদের এই প্রতিবেদন লেখার উদ্দেশ্য হল যারা ব্যবসা করবেন ভাবছেন কিন্তু পিছিয়ে যাচ্ছেন শুধু এটা ভেবে যে কীভাবে করব জানেন না তাদের জন্য এই প্রতিবেদন অনেকটাই সাহায্য করবে আমাদের মনে হয়। আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু তুলে ধরার। যদি আমাদের থেকে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। আমারা আগামী দিনে এই রকম আরো প্রতিবেদন তুলে ধরবো – গ্রামাঞ্চলে ছোট ব্যবসায়ের পরিকল্পনার দিকে মনোনিবেশ করা।

আমরা কোনোভাবে এই সংস্থার বিজ্ঞাপণ করছি না, আপনারা যারা এই ব্যবসা করতে চান তাদের সুবিধার্থে এই তথ্যটি তুলে ধরেছি। আপনারা অনেকেই চান ব্যবসা করতে কিন্তু কীভাবে করব, কোথায় কাঁচামাল পাবো, কোথায় গেলে মেশিন পাবো জানতে পারেন না, অবশেষে হতাশ হয়ে পিছিয়ে যান। তাই আপনারা যাতে মানসিক ভাবে পিছিয়ে না পরেন তাই কিছু ঠিকানা তুলে ধরেছি, তবে আপনারা নিজেরা অবশ্যই যাচাই করে তবেই এগোবেন আমার অনুরোধ।

মশারোধী ভেষজ ধূপ ও তেলের উৎপাদন ও বিক্রি ব্যাবসা, পশ্চিমবঙ্গ, কলকাতা ২০২১

“রাতে মশা, দিনে মাছি, এ উপদ্রব চিরকালীন”। তবে বর্ষায় জমা জলে বংশবিস্তার করে মশারা হয়ে ওঠে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের বাহক। এ সময় মশাকে দূরে রাখতে ভেষজ মশারোধকের বিকল্প নেই। স্বাস্থ্যের ক্ষতি করে না বলে এর চাহিদাও বাড়ছে। তাই এটি এখন খুবই লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। অল্প পুঁজিতে মশানাশক ভেষজ ধূপকাটি বা তেল তৈরি করে ব্যবসা করা যায়। তবে প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে।

বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে থাকায় মশার সংখ্যা বৃদ্ধি পায় আর প্রতি বছরই এই সময়ে মানুষ নাজেহাল হয়ে পড়েন – ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ডেঙ্গি ইত্যাদি মশাবাহিত রোগে। কিন্তু এই বছর করোনার পাশাপাশি এই সব রোগ মাথা চাড়া দিলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে সন্দেহ নেই। তাই মশা থেকে দূরে থাক্তেই হবে।

Mosquito Incense Making Machine

মশার থেকে বাঁচতে আমরা সাধারনত মশানাশক তেল, ধূপকাঠি, কয়েল, রেপেলেন্ট, স্প্রে, লোশন বা ক্রিম ইত্যাদি ব্যবহার করি। স্বাস্থ্যের কথা ভেবেই ইদানীং এসব জিনিস তৈরিতে রাসায়নিক উপাদানের চেয়ে ভেষজ বা হার্বাল উপকরণ ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।

মশানাশক ভেষজ ধূপকাঠির সঙ্গে আর-পাঁচটা সুগন্ধী ধূপকাঠির আপাতভাবে কোনও তফাত নেই। ভেষজ সিস্ট্রোনেলা তেলে মশা তো তাড়ানো যায়ই, শরীরের ক্লান্তিও দূর হয়।

সবচেয়ে বড় কথা এগুলি রাসায়নিক কয়েল বা রেপেলেন্ট বা স্প্রে-র মতো শরীরের পক্ষে ক্ষতিকর একেবারেই নয়। ফলে ধীরে ধীরে এসবের ভালো চাহিদা তৈরি হচ্ছে।

মাত্র ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা সম্বল করেই শুরু করা যায় ভেষজ মশানাশক তৈরির ব্যবসা। করোনাকালে তা ঘরে বসেই উপার্জনের পথ দেখাতে পারে। কিন্তু নিজে যদি উৎপাদন করে বিপণন করতে চান, সে ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হবে। নিজে উৎপাদন না করতে চাইলে অন্য সংস্থার তৈরি ভেষজ মশাবিরোধী ধূপকাঠি, সিস্ট্রোনেলা অয়েল বা লোশনের ডিলারশিপ নিতে পারেন।

যাঁরা মশানাশক ভেষজ ধূপকাঠি উৎপাদন করতে চান তাঁদের প্রশিক্ষণ নিতে হবে। তাই তাদের সুবিধার্থে আমরা একটি প্রশিক্ষণ কেন্দ্রের বিবরণ তুলে ধরছি। আপনারা চাইলে আপনাদের জানা নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রেও প্রশিক্ষণ নিতে পারেন।

প্রশিক্ষণ কেন্দ্রের নাম – প্রগতি রিসার্চ ইন্সটিটিউট

কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান প্রগতি রিসার্চ ইন্সটিটিউট মশানাশক ধূপ, রেপেলেন্ট, স্প্রে, তেল ইত্যাদি তৈরির প্রশিক্ষণ দেয়। দুটি পৃথক কোর্স রয়েছে যথা –

মশানাশক ধূপকাঠি তৈরির কোর্স – এই কোর্সে ভেসজ ও সিনথেটিক মশানাশক ধূপকাঠি তৈরির পাশাপাশি সাধারণ সুগন্ধী ধূপকাঠি তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়। মেয়াদ ৭ থেকে ১০ দিন। প্রশিক্ষণ ফি – ৫,০০০ টাকা।

মসকুইটো আইটেম কোর্স – এই কোর্সটিতে মশানাশক স্প্রে, তেল, কয়েল ইত্যাদি তৈরি করানো শেখানো হয়। কোর্সের মেয়াদ ১৫ দিন। প্রশিক্ষণ ফি – ৭,৯০০ টাকা।

প্রগতি-তে এই দুই কোর্সে ভর্তি হওয়ার জন্য বছরের যেকোনো সময় আবেদন করা যায়। শুক্রুবার বাদে ছাত্রছাত্রীরা তাঁদের সুবিধা অনুযায়ী সপ্তাহের যে-কোনো দুটি দিনে প্রশিক্ষণ নিতে পারেন। হাতেকলমে কাজ শেখানোর সময় যাবতীয় উপকরণ প্রতিষ্ঠানের তরফে দেওয়া হয়। শিক্ষার্থী কীভাবে ব্যবসা করবেন, কোথা থেকে উপকরণ সংগ্রহ করবেন, কীভাবে লাইসেন্স পাবেন, এবং কীভাবে মার্কেটিং করবেন ইত্যাদি যাবতীয় ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট দেওয়া হয়। ব্যবসা করার সময় এখানকার প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কোনও সমস্যায় পড়লে বিনামূল্যে তাঁদের পরামর্শ দেওয়া হয় এবং সমস্যার সমাধান করা হয়।

যোগাযোগ – প্রগতি, নর্থ ঘোষপাড়া গ্যাসগিট রোড, বালি, হাওড়া।
ফোন – (০৩৩) ২৬৭১-০২৯২ (সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে)।
মোবাইল – ৯৪৩২ ৪৯০ ৩২৯
(বিঃদ্রঃ- কোনোরকম ভাবে প্রতারণার স্বীকার হলে এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না। দয়া করে নিজেরা যাচাই করে নেবেন)

মশানাশক ধূপকাঠি তৈরির মেশিন

ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রির কর্ণধার তাপস বসু জানালেন, সাধারাণ সুগন্ধী ধুপকাঠি তৈরির মেশিনেই মশানাশক ধূপকাঠি উৎপাদন করা যায়। ব্যবসা করার জন্য বিরাট পুঁজির প্রয়োজন নেই, প্রয়োজন নেই বড় জায়গার, এমনকী লোকবলের। একজনই তৈরি করতে পারবেন।

ম্যানুয়াল মেশিনের দাম ১২,০০০ টাকা। এই মেশিনে ঘন্টাপিছু উৎপাদন যিনি তৈরি করছেন তাঁর দক্ষতা ও তৎপরতার উপর নির্ভর করে। আর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ধূপকাঠির মেশিনের দাম ৮০,০০০ টাকা। এই মেশিনে ৬ ঘন্টায় ৪০ কেজি ধূপকাঠি তৈরি করা যায়। মেশিন ইন্সটলেশন, ট্রেনিং দেওয়ার জন্য আলাদা কোনো খরচ লাগে না।

যোগাযোগ – ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রি, ৬১, গনেশচন্দ্র অ্যাভিনিউ, কলকাতা – ৭০০০১৩,
ফোন – (০৩৩) ২২৩৬-৮০১৫, মোবাইল – ৯৪৩২ ৪২২ ০৮৬
(বিঃদ্রঃ- কোনোরকম ভাবে প্রতারণার স্বীকার হলে এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না। দয়া করে নিজেরা যাচাই করে নেবেন)

ওলিফ্লোরা বোটানিকার ভেষজ রেপেলেন্ট লোশন

মশানাশক ভেষজ রেপেলেন্ট লোশন ও ক্রিম তৈরি করে ওলিফ্লোরা বোটানিকা। সংস্থার কর্ণধার সঞ্চিতা বন্দ্যোপাধ্যায় দাস ২০১৫-তে প্রথমে জেবিএল স্পাইসেস সংস্থার মাধ্যমে মশলা তৈরি ও বিপণনের ব্যবসা শুরু করেন। ২০১৮ থেকে মশলার পাশাপাশি প্রসাধনী দ্রব্য, মসকুইটো রেপেলেন্ট লোশন তৈরি শুরু হয় “ওলিফ্লোরা বোটানিকা” ব্র্যান্ড নামে। সংস্থার যাবতীয় প্রসাধনী সামগ্রী প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। হার্বাল অয়েল, এশেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। 

mosquito repellent

কোনও কেমিক্যাল বা প্রিজারভেটিভ মেশানো হয় না এবং পুরোটাই হাতে তৈরি করেন সংস্থার কর্মীরা। এই কর্মীরা প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী। মূলত মহিলা প্রতিবন্ধীদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান তিনি শুরু করেন বলে জানালেন সঞ্চিতা। যে-কেউই ওলিফ্লোরা বোটানিকা-এর ভেষজ রেপেলেন্ট লোশনের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন। সঞ্চিতা আরও জানালেন, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ও পারিবারিক হিংসার শিকার হওয়া মেয়ারা সাবলম্বী হওয়ার কথা ভাবলে তাঁর সংস্থায় যুক্ত হতে পারেন। প্রয়োজনে তাঁদের বাড়িতে সংস্থার প্রসাধনী দ্রব্য, রেপেলেন্ট লোশন পৌঁছে দেওয়া হবে, যাতে তাঁরা সেগুলি বিক্রি করে উপার্জন করতে পারেন।

যোগাযোগ – ৯১৬৩ ৭৭৭ ২৫৩
(বিঃদ্রঃ- কোনোরকম ভাবে প্রতারণার স্বীকার হলে এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না। দয়া করে নিজেরা যাচাই করে নেবেন)

আমরা মশানাশক ধূপকাঠির দুই প্রস্তুতকারকের থেকে জানবো এই ব্যবসার কতটা চাহিদা আছে?

তনয় সরকার (মশারোধী ধূপকাঠি প্রস্তুতকারক, কলকাতা)

মঠ ও মিশনই প্রধান ক্রেতা। সাড়ে তিন বছর ধরে এই ব্যবসা করছি। তার আগে প্রগতি থেকে প্রশিক্ষণ নিয়েছি। ভেষজ মশানাশক ধূপকাঠি মূলত তৈরি হয় বাগবাজার রামকৃষ্ণ মঠ ও মিশনের জন্য। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাই, লখনউ, চেরাপুঞ্জি, আন্দামান ইত্যাদি বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মঠ ও মিশনে যায় এই ধূপকাঠি। মিশন ছাড়াও কিছু দোকানদার আমার তৈরি ধূপকাঠি কেনেন। সুগন্ধী ধুপকাঠির পাশাপাশি মশানাশক ধূপকাঠির চাহিদা বেড়েছে

শুভ্রাংশু মন্ডল (মশারোধী ধূপকাঠি প্রস্তুতকারক, হলদিয়া)

বর্ষাকাল চলে গেলে সাধারণ ধূপকাঠি ব্যবসা সামাল দেয়। সাড়ে পাঁচ বছর ধরে ধূপকাঠি ও মশারোধী ভেষজ ধূপকাঠি তৈরি করে ব্যবসা করছি। এই ব্যবসায় আমার একজন পার্টনার আছেন। হলদিয়া সহ গোটা পশ্চিম মেদিনীপুরে আমাদের সংস্থার জিনিস বিক্রি হয়। মশারোধী ধূপকাঠির বাজারে যথেষ্ট চাহিদা আছে। বিশেষ করে বর্ষা কালে। মশার প্রকোপ কমে গেলে ধূপ বিক্রি একটু কমে যায়, তবে পাশাপাশি সাধারণ ধূপকাঠির ব্যবসা থাকায় সামাল দিতে সুবিধা হয়। আমি প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন