GK & Current Affairs 2021
14-July-2021
G.K and Current Affairs helps you to improve your knowledge. Our motive to prepare various competitive exams like (SSC, UPSC, BANKS, RRB, etc.) through job alert digital. every Tuesday and Friday we posting gk questions with answers.
1. What is the
name of the Australian intelligence agency (অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নাম কী?)?
Ans – ASIS (Australian
secret intelligence service)
2. What is the
name of the shortest video shown by YouTube in India? (ভারতের ইউ টিউব দ্বারা
প্রদর্শিত সবথেকে ছোটো সময়ের ভিডিও টির নাম কী?)
Ans – Shorts
3. DGSE (Direction
General Da La Security Exteriure) Intelligence
of which country? (DGSE কোন দেশের গোয়েন্দা সংস্থা)?
Ans – France
4. What is the
name of the intelligence agency in South Africa? (দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা
সংস্থার নাম কী?)
Ans – NIA (National Intelligence Agency)
5. SDA (Strategischer Nachrichtendienst) is the
intelligence agency of which country? (SDA কোন দেশের গোয়েন্দা সংস্থা?)
Ans – Switzerland
6. What is the name of the Iraqi intelligence agency? (ইরাক গোয়েন্দা
সংস্থার নাম কী?)
Ans – GSD (General Security Director).
7. Which section of the constitution say about
constitutional amendment? (কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা
বলা হয়েছে)
Ans – Section 368
8. How many times has the preamble of the Indian
Constitution been amended so far? (ভারতীয় সংবিধানের
মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে?)
Ans - Once
9. The minimum number of years a person has been in
India for Indian citizenship? (সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যাক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন?)
Ans – Five Years
10. How many fundamental rights in the Indian
Constitution? (ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি)
Ans – Six Rights
11. To whom a citizen will go to the to protect
individual freedom? (ব্যাক্তি স্বাধীনতা রক্ষার জন্য
একজন নাগরিক কার কাছে যাবেন)
Ans – Supreme Court
12. In what year the basic duty of an Indian citizen
included in the Constitution? (কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক
কর্তব্য সংবিধানে অন্তরভুক্ত হয়)
Ans – In 1976
13. What is the age at which a candidate can be apply
for the post president? (কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হওয়া
যায়)
Ans – 35 years
14. How many members of the Lok Sabha can be nominated
by the President from the Anglo-Indian community? (অ্যাংলো
ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন)
Ans – 2 Person
15. How many times has the national emergency been
declared? (এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে)
Ans – Three Times so far.
16. How many times has an economic emergency been
declared? (এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা
হয়েছে)
Ans – Not Once
17. According to which article of the constitution can
the President be impeached? (সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে
ইমপিচমেন্ট করা যায়)
Ans – Article 61
18. Under which section can the President declare a
state of national emergency? (কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয়
জরুরী অবস্থা জারি করতে পারেন)
Ans – Under Section 352
19. In what year was the first national emergency
declared? (কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল)
Ans – In 1965
20. How many years Rajya Sabha members are elected? (রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন)
Ans – For 6 Years.
21. How many years have the judges of the Supreme
Court held office? (সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন)
Ans – Till the age of 65 years.
22. To whom is the Governor responsible for his
actions? (রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন)
Ans – The President.
23. According to the election law of India, how many
hours before the polling is to be stopped? (ভারতের নির্বাচন আইন অনুসারে
ভোট গ্রহনের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ
করতে হয়)
Ans – 48 Hours.
24. First Chief Justice of India (ভারতের প্রথম প্রধান
বিচারপতি) -
Ans – Hiralal J. Kania
25. Who appoints the first Prime Minister of India? (ভারতের প্রথম
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন)
Ans – Governor General
26. In which state is the first Presidential rule
issued? (কোন রাজ্যে প্রথম রাস্ট্রপতি শাসন জারি করা হয়)
Ans – Punjab
27. The first Lok Sabha election was held. (প্রথম লোকসভা নির্বাচন হয়)
Ans – In 1952
28. The Central Vigilance Commission was formed. (কেন্দ্রীয়
ভিজিল্যান্স কমিশন গঠিত হয়) -
Ans – In 1964
29. The Right to Information (RTI) Act was introduced.
(Right to Information (RTI) Act চালু হয়)
Ans – In 2005
30. In the case of social reform in the second half of
the nineteenth century What is the name of the leading organization in
Maharashtra? (ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সমাজ সংস্কারের ক্ষেত্রে
মহারাষ্ট্রের
অগ্রগণ্য সংস্থাটির নাম কী?)
Ans – Atmaram Panduranga
31. Who is called the soul of prayer society? (প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কাকে বলা হয়?)
Ans – Mahadev Govinda Ranade
32. What was the name of Punjab's leading organization
in social reform in the second half of the nineteenth century? (উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সমাজ সংস্কারে পাঞ্জাবের অগ্রগণ্য সংস্থাটির
নাম কী?)
Ans – Arya Samaj. (আর্য
সমাজ)
33. Who founded the “Arya Samaj”? (কে ‘আর্য সমাজ’
প্রতিষ্ঠা করেন?)
Ans – Swami Dayananda Saraswati
34. Who wrote 'Satyartha Prakash'? (‘সত্যার্থ-প্রকাশ’ কার রচনা?)
Ans – Swami
Dayananda Saraswati
35. Who established 'Dayananda Anglo-Vedic College'? (‘দয়ানন্দ ইঙ্গ-বৈদিক কলেজ’ কে স্থাপন করেন?)
Ans – Lala Hansraj
36. Partition of Bengal is effective in which year? (বঙ্গভঙ্গ কোন বৎসর
কার্যকারী হয়?)
Ans – 1905 (October 16)
37. What is the name of the Nawab of Dhaka who
supported the partition of Bengal? (ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ
সমর্থন করেছিলেন তার নাম কী?)
Ans – Nawab Salimullah.
38. What is the name of the new province formed by the
partition of Bengal? (বঙ্গভঙ্গ দ্বারা যে নতুন প্রদেশটি গঠিত হয় তার নাম কী?)
Ans – East Bengal and Assam
39. Which song was adopted as the national anthem in
the anti-partition movement? (বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত হিসাবে কোন গানটি গৃহীত হয়?)
Ans – The song 'Bande Mataram'
40. Who is called the 'Uncrowned King of Bengal'? (কাকে বাংলার মুকুটহীন রাজা’ বলা হয়?)
Ans – Surendranath Bandyopadhyay
41. To whom was the title 'Head of State' given? (‘রাষ্ট্রগুরু’আখ্যা কাকে প্রদান করা হয়েছিল?)
Ans – Surendranath Bandyopadhyay
42. Name a Bengali newspaper which formed strong
public opinion against the partition of Bengal. (একটি
বাংলা পত্রিকার নাম কর যা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রবল জনমত গঠন করে।)
Ans – Sandhya / Jugantar / Sanjivani / Hitavadi.
43. Who was the first to call for a boycott? (কে সর্বপ্রথম ‘বয়কট'-এর আহ্বান জানান?)
Ans – Krishnakumar Mitra
44. What is the name of the magazine edited by
Krishnakumar Mitra? (কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কী?)
Ans – Sanjivani
45. Whose plan is 'Rakhibandhan'? (‘রাখীবন্ধন’ পরিকল্পনাটি কার?)
Ans – Rabindranath Tagore
46. Under whose presidency the foundation stone of
'Federation Hall' (Milon Mandir) was laid? (কার সভাপতিত্বে ‘ফেডারেশন হল’
(মিলন মন্দির)-এর ভিত্তি প্রস্তর
স্থাপিত হয়?)
Ans – Presided over by Anand Mohan Basu
47. Who established Swadesh Bandhab Samiti? (স্বদেশ বান্ধব
সমিতি’কে প্রতিষ্ঠা করেন?)
Ans – Ashwini Kumar Dutta
48. The name of the U.S.A Parliament? (U.S.A.-এর পার্লামেন্টকে কী বলে)
Ans – The congress
49. When was the Khilafat movement started? (খিলাফৎ আন্দোলন কবে
হয়)
Ans – In 1920
50. The atomic explosion at Hiroshima occurred on – (হিরোসিমাতে
পারমাণবিক বিস্ফোরণ হয়) -
Ans – August 6, 1945